ঢাকা
খ্রিস্টাব্দ

মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্নঃ কাশেম, আলাউদ্দীন, ইব্রাহীম বিজয়ী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামটি) উপজেলা
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০.০৯ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০.০৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 184621 জন

  • নিউজটি দেখেছেনঃ 184621 জন
মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্নঃ কাশেম, আলাউদ্দীন, ইব্রাহীম বিজয়ী
- বাঁ থেকে নির্বাচিত সভাপতি মোঃ আবুল কাশেম মেম্বার, সেক্রেটারি মোঃ আলাউদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম মেম্বার, ছবি।

রাঙ্গামটি পার্বত্য জেলার লংগদু উপজেলার গুরুত্বপূর্ণ ও প্রসিদ্ধ বাজার মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কাশেম মেম্বার, সেক্রেটারি পদে মোঃ আলাউদ্দীন ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইব্রাহীম মেম্বার বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য যে গত ২২ আগস্ট, ২০২৫ ইং তারিখ শুক্রবার মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির  নিজস্ব কার্যালয়ে সমিতির আহবায়ক মোঃ জানে আলম উক্ত তফসিল ঘোষনা করেন। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণ ২২ আগস্ট, ২০২৫ থেকে ২৪ আগস্ট, ২০২৫ ইং পর্যন্ত। মনোনয়ন পত্র গ্রহন ২৫ আগস্ট, ২০২৫ সকাল ১০ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত। মনোনয়ন পত্র যাচাই বাছাই ২৬ আগস্ট, ২০২৫ বিকাল ৫ টা পর্যন্ত, মনোনয়ন পত্র প্রত্যাহার ২৭ আগস্ট, ২০২৫ ইং তারিখ বিকাল ০৪ টা পর্যন্ত, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ ২৭ আগস্ট, ২০২৫ ইং সন্ধ্যা ০৭ টা। এবং ভোট গ্রহন কার্যক্রম চলবে ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ, বৃহস্পতিবার সকাল ০৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত।

নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেন ০৩ জন ব্যবসায়ী মোঃ আবুল কাসেম সওদাগর (মেম্বার), মোঃ কালু মিয়া ও মোঃ ফেরদৌস আহম্মেদ। সেক্রেটারি পদে  মনোনয়ন পত্র জমা দেন মোঃ ইউনুছ আলী, মোঃ আলাউদ্দিন ও মোঃ আব্দুশ শাকুর। এবং সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন , মোঃ ইব্রাহীম হোসেন, মোঃ শামীম উদ্দীন ও মোঃ জাকির হোসেন গাজী।

ভোট গ্রহন পরবর্তী গণনা কার্যক্রম শেষে প্রিজাইডিং অফিসার নুর মোহাম্মাদ ফলাফল ঘোষনা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মোঃ আবুল কাশেম মেম্বার হরিণ প্রতীক নিয়ে ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কালু মিয়া- চেয়ার প্রতীক নিয়ে ১১২ ভোট পেয়ে ২য় স্থান এবং মোঃ ফেরদৌস আহম্মেদ-ছাতা প্রতীক নিয়ে ৭৬ ভোট পেয়ে ৩য় স্থান অধিকার করেন। 

অন্যদিকে সাধারন সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে মোঃ আলাউদ্দীন-দেওয়াল ঘড়ি  প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সৈয়দ ইউনুস- দোয়াত-কলম প্রতীকে ১১৪ ভোট পেয়ে ২য় স্থান এবং মোঃ আব্দুশ শাকুর-গোলাপ ফুল প্রতীকে ৯৩  ভোট পেয়ে ৩য় স্থান অধিকার করেন।

এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইব্রাহীম মেম্বার- মোরগ প্রতীকে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। মোঃ শামীম উদ্দীন- আম প্রতীক নিয়ে ১৩৯ ভোট পেয়ে ২য় স্থান ও মোঃ জাকির হোসেন গাজি ফুটবল প্রতীকে ৫৬ ভোট পেয়ে ৩য় স্থান অধিকার করেন।

উল্লেখ্য, মাইনীমুখ বাজারের ৩৬৯ জন ব্যবসায়ী ভোটার রয়েছেন যার মধ্যে সর্বমোট ৩৬৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। সাধারন ব্যবসায়ীরা তাদের সৎ, যোগ্য ও দক্ষ দায়িত্বশীল পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন এই নব-নির্বাচিত কমিটি সকলের সাথে সমন্বয় করার মাধ্যমে ঐতিহ্যবাহী এই মাইনীমুখ বাজার উন্নতির আরো একধাপে এগিয়ে নিতে যথাযথ ভুমিকা পালন করবেন


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামটি) উপজেলা
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০.০৯ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০.০৯ অপরাহ্ন