ঢাকা
খ্রিস্টাব্দ

তিতাসে নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা) উপজেলা
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২.১৯ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২.১৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 101638 জন

  • নিউজটি দেখেছেনঃ 101638 জন
তিতাসে নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু


কুমিল্লার তিতাসে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের বারকাউনিয়া গ্রামের বাইতুন সামাদ জামে মসজিদের সামনে হাবাদিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর(০৯) কুমিল্লা শহরের কাপ্তান বাজার দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. রুবেল মিয়ার ছেলে।


জানা যায়, মাত্র একদিন আগে সে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসেছিল। তার নানা হাজী আব্দুল মালেক বারকাউনিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সকালে নানার বাড়ি থেকে বের হয় তানভীর। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে নদীর পাড়ে তার একটি জুতা পাওয়া যায়।


স্থানীয়রা নদীতে নেমে খোঁজ চালিয়ে গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন। হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিব মোহাম্মদ তামাদ জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। তবে স্থানীয়রা আমাদের আগেই শিশুটিকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা) উপজেলা
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২.১৯ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২.১৯ পূর্বাহ্ন