ঢাকা
খ্রিস্টাব্দ

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ফেনী ও খাগড়াছড়িতে র‍্যাবের সর্বোচ্চ সতর্কতা

গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর হাতে দমন: মিজানুর রহমান
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১.১৩ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১.১৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 90262 জন

  • নিউজটি দেখেছেনঃ 90262 জন
দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ফেনী ও খাগড়াছড়িতে র‍্যাবের সর্বোচ্চ সতর্কতা
-- পূজা মণ্ডপ পরিদর্শনে ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফেনী ও খাগড়াছড়ি জেলার সকল পূজা মণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সাম্প্রদায়িক সম্প্রীতির এই উৎসব নির্বিঘ্নে পালনে র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‍্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জানিয়েছেন, “আমরা সাম্প্রদায়িকতার উর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে দুর্গাপূজা উদযাপন করি। এই অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”

তিনি আরও জানান, ফেনী জেলার ১৫০টি ও খাগড়াছড়ি জেলার ৬৪টি পূজা মণ্ডপে নিয়মিত টহলের ব্যবস্থা রাখা হয়েছে। দুটি টহল গাড়ি ২৪ ঘণ্টা মাঠে রয়েছে, পাশাপাশি প্রতিটি মণ্ডপে র‍্যাবের টহলদল, কুইক রেসপন্ডার টিম এবং কোম্পানি কমান্ডারের ব্যক্তিগত মোবাইল নম্বর সরবরাহ করা হয়েছে।



প্রতিটি মণ্ডপে সাদা পোশাকে র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। প্রশাসন, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় রেখে র‍্যাব মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।


মণ্ডপগুলোর স্বেচ্ছাসেবকদেরও পাশে পাচ্ছে র‍্যাব। কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি বা আশঙ্কাজনক আচরণ পরিলক্ষিত হলে দ্রুত র‍্যাবের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


র‍্যাব জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাবের আইসিটি বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং চলছে।


স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান আরো বলেন, “কোনো গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১.১৩ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১.১৫ পূর্বাহ্ন