ঢাকা
খ্রিস্টাব্দ

থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৮, শোকাচ্ছন্ন তামিলনাড়ু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১.১৫ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১.১৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 39370 জন

  • নিউজটি দেখেছেনঃ 39370 জন
থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৮, শোকাচ্ছন্ন তামিলনাড়ু
ছবি- ইন্টারনেট।


তামিলনাড়ুর করুর জেলায় অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে)-এর সভাপতি থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুভ্রামানিয়ান হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে রয়েছেন ৬ জন শিশু, ১৬ জন নারী এবং ৯ জন পুরুষ- বাকীদের বিষয়ে এখনো তথ্য জানানো হবে বলে জানান। আহতদের করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সমাবেশটি ছিল থালাপতি বিজয়ের চলমান রাজ্যব্যাপী সফরের অংশ, যেখানে বিপুল জনসমাগম ঘটে। হঠাৎ অতিরিক্ত ভিড়ের চাপে অনেকে মাটিতে পড়ে যান এবং পদদলিত হন। উপস্থিতদের অনেকেই অজ্ঞান হয়ে পড়েন, এবং তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।


দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর. শান্তিমালা বলেন, “এখন পর্যন্ত সাতজন প্রাপ্তবয়স্ক ও তিনজন শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে। প্রতিনিয়ত নতুন রোগী আসছেন, অ্যাম্বুলেন্স আসছে একের পর এক। সঠিক পরিসংখ্যান জানাতে এখনও কিছুটা সময় লাগবে।”


তামিলনাড়ু জুড়ে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সরকারি পর্যায়ে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে থালাপতি বিজয়ের এই উচ্চ-প্রোফাইল রাজনৈতিক যাত্রা ঘিরে।


তামিলনাড়ুর করুর যাওয়ার পর শনিবার রাতে মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন নিহতদের পরিবারের প্রতি প্রতি ১০ লাখ টাকা সোলাটিয়াম (পরিতোষ) ঘোষণা করেছেন। আহতদের জন্য হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের প্রত্যেককে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।


মুখ্যমন্ত্রী স্টালিন জানান, এই মর্মান্তিক পদদলনের ঘটনার কারণ অনুসন্ধানের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশানের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১.১৫ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১.১৫ পূর্বাহ্ন