ঢাকা
খ্রিস্টাব্দ

সাগরিকায় হাইড্রোলিক পাইপ বিস্ফোরণে আটজন দগ্ধ, চমেক হাসপাতালে ভর্তি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২.১১ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 38786 জন

  • নিউজটি দেখেছেনঃ 38786 জন
সাগরিকায় হাইড্রোলিক পাইপ বিস্ফোরণে আটজন দগ্ধ, চমেক হাসপাতালে ভর্তি


বন্দরনগরী চট্টগ্রামের সাগরিকায় একটি ওয়ার্কশপে হাইড্রোলিক পাইপ বিস্ফোরণের ঘটনায় আটজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।


দগ্ধ ব্যক্তিরা হলেন—মো. আবদুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আবদুল জলিল (৫৫), আবুল বশর খান (৬৫), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) ও মো. বাহার উদ্দিন (৪৫)।


চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. লিটন কুমার পালিত জানান, আহতদের মধ্যে আবুল বশর খানের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে। বাকিদের শরীরে ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত পুড়েছে। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ার্কশপটিতে কাজ করার সময় হঠাৎ একটি হাইড্রোলিক পাইপ বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে এবং কাছাকাছি অবস্থানরত কর্মীরা দগ্ধ হন।


দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২.১১ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২.১১ পূর্বাহ্ন