ঢাকা
খ্রিস্টাব্দ

জুমার নামাজ শেষে ট্রাকচাপায় নিহত ১৪ নাইজেরীয়

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1861132 জন

  • নিউজটি দেখেছেনঃ 1861132 জন
জুমার নামাজ শেষে ট্রাকচাপায় নিহত ১৪ নাইজেরীয়
ছবি : সংগৃহীত

নাইজেরিয়ায় ট্রাকচাপায় ১৪ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় কানো শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ইমাওয়া গ্রামে শুক্রবার জুমার নামাজের পর দুর্ঘটনাটি ঘটে। নাইজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে এএফপি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে। ফেডারেল রোড সেফটি কমিশন পরে রাতে এক বিবৃতিতে জানায়, এদিন মুসল্লিরা জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন।



এ সময় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় ১৪ জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। গণমাধ্যমটির তথ্য অনুসারে, দুর্বল সড়ক ব্যবস্থাপনার কারণে নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা খুব স্বাভাবিক একটি বিষয়। গতি ও ট্রাফিক নিয়ম না মানার কারণে এ সব দুর্ঘটনা ঘটছে।



কমিশনের হিসাবে, ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর আগের বছর এ সংখ্যা ছিল সাড়ে ছয় হাজার।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছরের একটি প্রতিবেদনে অনুমান করেছে, নাইজেরিয়ায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৪০ হাজারের মতো মানুষ মারা গেছে। তবে অধিকাংশ দুর্ঘটনার খবরই কতৃপক্ষকে জানানো হয়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন