ঢাকা
খ্রিস্টাব্দ

দুষ্কৃতকারীরা দেশের সম্প্রীতি নষ্ট করতে পারবে না: ফখরুল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1825896 জন

  • নিউজটি দেখেছেনঃ 1825896 জন
দুষ্কৃতকারীরা দেশের সম্প্রীতি নষ্ট করতে পারবে না: ফখরুল
ছবি : সংগৃহীত

কিছু দুষ্কৃতকারী দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়, কিন্তু তারা সেটা পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন।


মির্জা ফখরুল বলেন, কিছু দুষ্কৃতকারী দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়। কিন্তু তারা সেটা পারবে না। শত চেষ্টা করেও চক্রান্তকারীরা সম্প্রীতি নষ্ট করতে পারেনি।


তিনি বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে রেইনবো স্টেট নির্মাণ করা হবে। সে সুযোগ এখন এসেছে। ওনাদের (সংখ্যালঘু) সমস্যাকে আমাদের সমস্যা মনে করে যেই সরকারই আসুক সেই দাবি ও সমস্যাগুলো নিয়ে কথা বলব। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’


এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, অতীতের কথা ভুলে গিয়ে একসঙ্গে সবাই মিলে মানবিক রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। আমরা শান্তি ও স্বস্তি চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করতে চাই। গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কাজ করবেন সবাই।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন