ঢাকা
খ্রিস্টাব্দ

সাপ্তাহিক পুঁজিবাজার : মূলধন বেড়েছে ১৩ হাজার কোটি টাকা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1809184 জন

  • নিউজটি দেখেছেনঃ 1809184 জন
সাপ্তাহিক পুঁজিবাজার : মূলধন বেড়েছে ১৩ হাজার কোটি টাকা
ছবি : সংগৃহীত

দেশের উভয় পুঁজিবাজারে বিদায়ি সপ্তাহে বিভিন্ন সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ১৩ হাজার ৩৬ কোটি ২২ লাখ টাকা। পাশাপাশি আলোচ্য সময়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। গতকাল ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।



তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৪.৫০ পয়েন্ট বা ১.৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮০৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩৪.১২ পয়েন্ট বা ১.৬৩ শতাংশ বেড়ে ২১২৪ পয়েন্টে, ডিএসই শরিয়া সূচক ২২.১৮ পয়েন্ট বা ১.৮২ শতাংশ বেড়ে ১২৪১ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক ১০.১৫ পয়েন্ট বা ০.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২২৩ পয়েন্টে।


বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি ৫৪ লাখ টাকা। আর বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ছয় লাখ ৯২ হাজার ৮৩১ কোটি ৮০ লাখ টাকা।


অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ছয় হাজার ৭৪৯ কোটি ৭৪ লাখ টাকা।

বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে তিন হাজার ১৭০ কোটি ১৮ লাখ টাকা। আর বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ১২২ কোটি পাঁচ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৮ কোটি ১৩ লাখ টাকা।



বিদায়ি সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি কম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৩টির, কমেছে ৮৬টির ও দর পরিবর্তিত রয়েছে ১৮টির। আর লেনদেন হয়নি ১৬টির।


অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিদায়ি সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪২.১৯ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬৫২০ পয়েন্টে। সিএসইর অন্য সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ২.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩১৯৯ পয়েন্টে, সিএসসিএক্স ০.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৯৫৪ পয়েন্টে, সিএসআই সূচক ০.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৪৭ পয়েন্টে এবং এসইএসএমইএক্স ৩.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৬৭১ পয়েন্টে।



বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২৭ হাজার ২৯৬ কোটি ৯ লাখ টাকা। আর বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল সাত লাখ ২১ হাজার ৯ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ছয় হাজার ২৮৬ কোটি ৪৮ লাখ টাকা।


বিদায়ি সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২৭৪ কোটি ১৪ লাখ টাকা। আর বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫১ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২২ কোটি ২৩ লাখ টাকা।


বিদায়ি সপ্তাহে সিএসইতে মোট ৩১০টি কম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার ও ইউনিটের দর।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন