ঢাকা
খ্রিস্টাব্দ

রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1907965 জন

  • নিউজটি দেখেছেনঃ 1907965 জন
রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন
ছবি : সংগৃহীত

রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় বেশকিছু তুলার বস্তা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১৫ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।


তুলা বোর্ডের সদস্যরা জানান, হঠাৎ গোডাউনে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আমরা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করি। কিন্তু না পেরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।


ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শওকত আলী জানান, তুলা উন্নয়ন বোর্ডের দোতলায় একটি পাকা গোডাউন ঘর ছিল, সেখানে আগুন লাগলে আমাদের খবর দেয়, আমরা খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে আসি। পরে আগুন নিভিয়ে ফেলি। তুলার বস্তা ছাড়া অন্য কিছু পোড়া যায়নি।


তিনি বলেন, এখানে বিদ্যুতের সংযোগ রয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন