ঢাকা
খ্রিস্টাব্দ

রিজার্ভ চুরির ঘটনা মিথ্যা: বাংলাদেশ ব্যাংক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1900780 জন

  • নিউজটি দেখেছেনঃ 1900780 জন
রিজার্ভ চুরির ঘটনা মিথ্যা: বাংলাদেশ ব্যাংক
ছবি : সংগৃহীত

নতুন করে রিজার্ভ চুরির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ভারতের একটি ইংরেজি অনলাইনে নতুন করে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ চুরির প্রকাশিত খবর সত্য নয়। 


বর্তমানে নিউইয়র্ক ফেডের সঙ্গে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা চালু আছে। ফেডের সঙ্গে বাংলাদেশের নিয়মিত লেনদেন হচ্ছে। ফলে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, রিজার্ভ চুরি সংক্রান্ত প্রতিবেদনটি সঠিক নয়, এখন রিজার্ভ চুরির কোনো ঘটনা ঘটেনি।


ভারতের ‘নর্থইস্ট নিউজ’ নামের ওই নিউজ পোর্টালে প্রকাশিত খবরটির শিরোনাম ছিল ‘চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি ডলার চুরির পেছনে ভারতীয় হ্যাকাররা জড়িত?’

ওই প্রতিবেদনে বলা হয়, ‌‘অজ্ঞাত পরিচয়ের সন্দেহভাজন ভারতীয় হ্যাকাররা ডিজিটাল উপায়ে প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে। দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো ‘চাঞ্চল্যকর’ এ চুরির বিষয়ে অবগত আছে এবং তারা নীরবে এ ঘটনার তদন্ত করছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন