ঢাকা
খ্রিস্টাব্দ

আফগানিস্তানে নতুন করে বন্যায় ৬৬ জনের মৃত্যু হয়েছে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1903208 জন

  • নিউজটি দেখেছেনঃ 1903208 জন
আফগানিস্তানে নতুন করে বন্যায় ৬৬ জনের মৃত্যু হয়েছে
ছবি : সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে নতুন করে বন্যায় ৬৬ জনের মৃত্যু হয়েছে। এই মাসে পৃথক আকস্মিক বন্যায় শত শত মানুষ মারা গেছে।


বন্যায় আফগানিস্তানের কৃষিজমি ডুবে গেছে। দেশটির জনসংখ্যার ৮০ শতাংশ বেঁচে থাকার জন্য কৃষির ওপর নির্ভর করে।


এক বিবৃতিতে ফারিয়াব গভর্নরের মুখপাত্র আসমাতুল্লাহ মুরাদি বলেন, শনিবার রাতে ফারিয়াব প্রদেশের একাধিক জেলায় সর্বশেষ ভয়াবহ বন্যা আঘাত হেনেছে। বন্যায় ৬৬ জনের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং অন্যরা এখনও নিখোঁজ রয়েছেন।


তিনি বলেন, বন্যায় দেড় হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এক হাজার একরেরও বেশি কৃষিজমি ডুবে গেছে এবং শত শত গবাদি পশু মারা গেছে।


প্রাদেশিক পুলিশ দেশটির পশ্চিমাঞ্চলীয় ঘোর প্রদেশে আকস্মিক বন্যায় ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যুর কথা জানানোর একদিন পর এ বন্যা দেখা দিল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ