ঢাকা
খ্রিস্টাব্দ

হবিগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ৩

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1899423 জন

  • নিউজটি দেখেছেনঃ 1899423 জন
হবিগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ৩
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দিতে গিয়ে স্কুলছাত্রসহ ৩ জন আটক হয়েছে।


মঙ্গলবার (২১ মে) বেলা ১০টার দিকে তাদেরকে উপজেলার কামাইছড়া চা বাগান কেন্দ্রে জালভোট দিতে গেলে তাদেরকে আটক করা হয়।


এর মধ্যে দুর্জয় কর্মকার (২৪) নামে একজনকে ১ বছরের সাজা দেওয়া হয়েছে।


তিনি বালুছড়া চা বাগানের বাসিন্দা প্রদীপ কর্মকারের ছেলে।


ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতাকারী রামেন্দ্র দাশ জানান, সকাল ১০টার দিকে কামাইছড়া চা বাগান কেন্দ্রে কয়েকজন শিশু জালভোট দিতে যায়। খবর পেয়ে পুলিশ শিশুসহ ৩ জনকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত গিয়ে তাদের মধ্যে ১ জনকে সাজা ও অপর দুজনকে থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধেও পরে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নবীগঞ্জে ৯ জন এবং বাহুবলে ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার এ দুটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন