ঢাকা
খ্রিস্টাব্দ

সংসদের ওয়েবসাইটে ফিরল এমপি আনারের তথ্য

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1910733 জন

  • নিউজটি দেখেছেনঃ 1910733 জন
সংসদের ওয়েবসাইটে ফিরল এমপি আনারের তথ্য
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের ওয়েবসাইটে আবারও যুক্ত হয়েছে ঝিনাইদহ-৪ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের তথ্য। ভারতে হত্যাকাণ্ডের শিকার এমপি আনারকে আনুষ্ঠানিক মৃত ঘোষণা করা না হলেও জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে ওই আসনের সকল তথ্য মুছে ফেলা হয়। এ নিয়ে সংবাদ প্রকাশের পর আজ সোমবার (২৭ মে) আবারও ওই সকল তথ্য যুক্ত করা হয়।


সংশ্লিষ্ট সূত্র মতে, জাতীয় সংসদের ওয়েবসাইটে আসন, সংসদ সদস্যের পাসপোর্ট সাইজের ছবি, তার নাম, রাজনৈতিক দলের বা স্বতন্ত্র নাম ও নির্বাচনী এলাকা উল্লেখ থাকে।


নামের ওপর ক্লিক করলে স্থায়ী ও বর্তমান ঠিকানাসহ আরো কিছু তথ্য পাওয়া যায়। কিন্তু গতকাল রবিবার দেখা যায়, ওয়েবসাইটের নির্ধারিত স্থানে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য সম্পর্কে কোনো তথ্য নেই। এ নিয়ে প্রশ্ন করা হলে সংশ্লিষ্ট কেউ সদুত্তর দিতে পারেননি। তবে আজ সোমবার ছবিসহ বিস্তারিত তথ্য দেখা গেছে।


সংশ্লিষ্ট সূত্র মতে, মৃত্যু, পদত্যাগ বা অন্য কোনো কারণে সংসদের কোনো আসন খালি হলে সংসদ সচিবালয় থেকে গেজেট প্রকাশের মাধ্যমে ওই আসনটি শূন্য (মৃত্যুর তারিখ থেকে) ঘোষণা করা হয়। পরে গেজেটে কপি পাঠানো হয় নির্বাচন কমিশন সচিবালয়ে। নির্বাচন কমিশন ওই শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করে। তবে অন্য মৃত্যুর ঘটনা ও আনোয়ারুল আজীম আনারের ‘মৃত্যুর’ ঘটনা এক নয়।


অতীতে যেসব সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন বা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার প্রমাণ পাওয়া গেছে, তাদের মৃতদেহ পাওয়া গেছে, দাফন বা সৎকার হয়েছে। কিন্তু ভারতে ‘হত্যাকাণ্ডের’ শিকার হওয়া আনোয়ারুল আজীম আনারের মৃত্যুর ঘটনাটি কোনো সোর্স থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ এখনো পাওয়া যায়নি, এমনকি কবে মারা গেছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি। তাই এখনো আসনটি শূন্য ঘোষণা করা হয়নি।


এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানান, সংসদ সদস্য আনারের ঘটনাটি ব্যতিক্রম।


অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি। আমাদের সামনে কোনো নজির নেই। কার্যপ্রণালি বিধিতেও এ বিষয়ে কোনো নির্দেশনা নেই। এ জন্য আসনটি শূন্য ঘোষণার জন্য আরো অপেক্ষা করতে হবে। আগামী ৫ জুন অনুষ্ঠেয় সংসদের তৃতীয় অধিবেশনের আগেই একটি সুারাহা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ