ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর নিহত, গ্রেফতার ৩

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1887205 জন

  • নিউজটি দেখেছেনঃ 1887205 জন
চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর নিহত, গ্রেফতার ৩
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ছুরিকাঘাতে মো. আজিম (১৭) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। 


সোমবার (৩ জুন) রাত ১০টায় নগরের ডবরমুরিং থানার কর্ণফুলী কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


নিহত মো. আজিম আগ্রাবাদ চৌমুহনীর জাবেদ টাওয়ার এলাকার মো. খলিলের ছেলে। পুলিশ বলছে, কিশোর বয়সী দু’দলের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে কর্ণফুলী কাঁচাবাজারের পেছনে একা দাঁড়িয়ে ছিলেন আজিম। এ সময় ৫ থেকে ৬ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা আহত আজিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছি। যে ছুরিকাঘাত করেছে সেও রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাও উদ্ধার করা হয়েছে।’ 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন