ঢাকা
খ্রিস্টাব্দ

জুরাসিক ওয়ার্ল্ডের চতুর্থ কিস্তিতে স্কারলেট জোহানসন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1872143 জন

  • নিউজটি দেখেছেনঃ 1872143 জন
জুরাসিক ওয়ার্ল্ডের চতুর্থ কিস্তিতে স্কারলেট জোহানসন
ছবি : সংগৃহীত

অবশেষে জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজিতে দেখা মিলবে ‘মার্ভেল’ অভিনেত্রী স্কারলেট জোহানসনের। জুরাসিকের পরবর্তী সিনেমায় থাকছেন স্কারলেট। কমিকবুক ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করছেন গ্যারেথ এডওয়ার্ডস যিনি এর আগে ‘রোগ ওয়ান’ এবং ‘গডজিলা’ চলচ্চিত্র নির্মাণ করেছেন।



ভ্যারাইটি’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্কারলেট জোহানসেন বলেন, ‘আমি জুরাসিক ওয়ার্ল্ডের বড় ভক্ত। আমি ১০ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার জন্য চেষ্টা করছি। এমনকি পাঁচ মিনিট পরে যদি মৃত্যুও হয়, তবু সেই চরিত্রে আমি অভিনয় করতে চাই। আমি কতটা উচ্ছ্বসিত তা ভাষায় প্রকাশ করতে পারব না।



অভিনেত্রী আরও বলেন, ‘এটি আমার হলে দেখা প্রথমদিকের সিনেমাগুলোর মধ্যে একটি। খুব ভালো ভাবেই মনে আছে। আমার জীবন বদলে দিয়েছিল, মন ভরিয়ে দিয়েছিল।’


জোহানসন আরো জানিয়েছেন ‘জুরাসিক ওয়ার্ল্ড’র চতুর্থ কিস্তির স্ক্রিপ্ট অসাধারণ হয়েছে।



প্রথম তিন কিস্তির থেকে একেবারেই আলাদা হতে চলেছে এটি।

জানা গেছে, আসন্ন এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ। সিনেমাটির শুটিং হবে থাইল্যান্ডে। এছাড়াও মাল্টা এবং যুক্তরাজ্যের স্টুডিওতে কিছু দৃশ্য ধারণ করা হবে। প্রযোজনা করবেন জুরাসিক ওয়ার্ল্ডের প্রযোজক ফ্র্যাঙ্ক মার্শাল এবং প্যাট্রিক ক্রোলি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন