News Link: https://www.dailylalsobujbd.com/news/2QA
টিটেনাস শনাক্ত হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তপক্ষ। এমন পরিস্থিতিতে রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এতে রোগী, স্বজনদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
সোমবার (২৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’র দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহেল বারী।
তিনি জানান, সোমবার দুপুরে আইসিইউতে থাকা একজন রোগীর ডায়ালাইসিস এবং সার্জারির পরীক্ষা-নিরীক্ষায় আমরা নিশ্চিত হই যে তার শরীরে টিটেনাস রোগ রয়েছে। যেহেতু টিটেনাস সংক্রামক রোগ, সে কারণে আমরা তিন থেকে চারদিন আইসিইউ ওয়ার্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে টিটেনাস আক্রান্ত রোগীকে আইসিইউ থেকে আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মোট ৯ জন রোগীর মধ্যে ৫ জনকে অবস্থা অনুযায়ী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তিনজন রোগী ভেন্টিলেটরে আছেন, তাদের বিকল্প ব্যবস্থাপনায় নেওয়া হবে রাতের মধ্যেই। এরপর কেমিক্যাল দিয়ে পরিষ্কার করার পর আবার আইসিইউ চালু করা হবে।
চিকিৎসা নেওয়া রোগীর ছেলে আব্দুল মোনায়েম বলেন, আমার বাবা আইসিইউতে চিকিৎসাধীন। তিনি জটিল রোগে আক্রান্ত। একটু ভালোর দিকে ছিলেন। রাতে আইসিইউ’র চিকিৎসক আমাদের জানান, টিটেনাস শনাক্ত হয়েছে ওয়ার্ডে। সে কারণে আপনাদের অন্য ওয়ার্ডে যেতে হবে। তারপর আমি আমার বাবাকে ওয়ার্ডে নিয়ে যাই।
অপর একজন রোগীর স্বামী জানান, আমার স্ত্রী আইসিইউতে ছিলেন। চিকিৎসক তাকে তিন তলার ওয়ার্ডে নিয়ে যেতে বলেন। আমি সেখানে নিয়ে যাচ্ছি। শুনেছি আইসিইউতে টিটেনাস ধরা পড়েছে।
এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানিয়েছেন, টিটেনাস শনাক্ত হওয়ায় আইসিইউ বিভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। এ কারণে সোমবার দুপুরের পর থেকে কিছু রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের রাতের মধ্যে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।