News Link: https://www.dailylalsobujbd.com/news/33o
কুমিল্লার তিতাসে ভর্তুকি মূল্যে আগামীকাল বুধবার (১৩ আগষ্ট) পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন। তিতাস উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে এ পন্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।
কুমিল্লা জেলা টিসিবি ক্যাম্প অফিস সূত্রে জানা যায়, *চিনি - ০১ কেজি ৮০/- *মশুর ডাল - ০২ কেজি ১৪০/- *সয়াবিন তেল - ০২ লিটার ২৩০/- সর্বমোট ৪৫০/- প্যাকেজ মূল্যে ট্রাক প্রতি ৫০০ জন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে এ টিসিবির পণ্যাদি বিক্রয় করা হবে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর কাছে বিক্রয় মূল্য আগের ন্যায় বহাল থাকবে।