News Link: https://www.dailylalsobujbd.com/news/36F
মাদারীপুরের শিবচর বাজারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে শিবচর উপজেলা বিএনপি'র আহ্বায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লা লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৪ দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেটে লিফলেট বিতরণ করেন।
লিফলেটে ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধার, দুর্নীতি দমন, শিক্ষা-স্বাস্থ্যসহ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার প্রচার করা হয়। ও ধানের শীষে ভোট চাওয়া হয়।
এ সময় কামাল জামান মোল্লা বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করা সময়ের দাবি। তিনি আরও বলেন, জনগণকে সাথে নিয়ে এ কর্মসূচি সফল করা হবে।
লিফলেট বিতরণকালে বিপুলসংখ্যক সাধারণ মানুষ আগ্রহভরে তা গ্রহণ করেন, এবং অনেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হুদা খান সেলিম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তাজউদ্দীন মোল্লা, মোঃ পান্নু মোল্লা , যুবদল নেতা শাহিন গোমস্তা, সোহাগ খান, জসিম মৃধা, অনিক, পৌর ছাত্রদলের সভাপতি শিহাবসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।