জাতিসংঘের 'পিস মেডিটেশন' এর প্রবক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধ্যানসাধক,চিত্রকর , সংগীত রচয়িতা , কবি , ম্যারাথন দৌড়বিদ, বিশ্ব শান্তির দূত, বাংলাদেশের কৃতিসন্তান শ্রী চিন্ময়ের ৯৪ তম জন্মোৎসব বুধবার (২৭ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে শ্রীচিন্ময় সেন্টারের আয়োজনে শ্রীচিন্ময়ের জন্মস্থান চট্টগ্রাম বোয়ালখালী থানার পূর্ব শাকপুরা গ্রামে ও পাথরঘাটায় অবস্থিত চিন্ময় সেন্টারে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৯.৩০ মিনিটে শাকপুরা শ্রীচিন্ময়ের জন্মভিটায় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের কিছু ছাত্র। পরে সন্ধ্যা সাতটায় পাথরঘাটা চিন্ময় সেন্টারে অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠানের। মেডিটেশন, ৯৪ টি মোমবাতি প্রজ্বলন ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বানী পাঠ করেন টুম্পা মজুমদার , কবিতা আবৃত্তি করেন পূজা গুপ্ত, রিশিক ঘোষ,রশ্নি দাশ,রিকিশ ঘোষ,প্রিয়তা পাল,মনীষা ঘোষ,পূর্নতা রায় চৌধুরী। সংগীত পরিবেশন করেন বুবলি ঘোষ, সুজিত চৌধুরী,সনজিব চৌধুরী, অশ্নি চৌধুরী, আত্মজা বিশ্বাস। নৃত্য পরিবেশন করেন হৃদিতা, প্রিয়তা ,নৈপূর্না,নিকিতা।
বক্তব্য প্রদান করেন ডক্টর এন, এইচ,এম আবু বকর প্রফেসর (অব) দর্শন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অধ্যাপক স্বদেশে চক্রবর্তী, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, শিক্ষক অমল দত্ত, ব্যাংকার চন্দন চৌধুরী, শিবু দত্ত, মৌলভীবাজার রাজনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার উৎপল দাশ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী উদয় শেখর দত্ত, ইউ পি মেম্বার শম্ভু চৌধুরী, ব্যাংকার সুবীর কান্তি দাশ প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিমন ঘোষ।