News Link: https://www.dailylalsobujbd.com/news/37o
বোয়ালখালীতে আগামী ১ জেলায় ও ৩ সেপ্টেম্বর বোয়ালখালী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্টাবার্ষিকী সফল করার লক্ষ্যে বোয়ালখালী উপজেলা বিএনপি ও পৌরসভা যুবদল, ছাত্রদল, অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট, শনিবার বিকেলে স্থানীয় এক কমিউনিটি সেন্টার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ সওকত আলম।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ । প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাশেম। সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী, নুরুল করিম নুরু, জাকির হোসেন, সরওয়ার আলমগীর, শফিকুল ইসলাম শাহীন, পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আকতার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা, উপজেলা, পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১ সেপ্টেম্বর, জেলায় ও ৩ সেপ্টেম্বর উপজেলা সদরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হইবে ও সকল নেতৃবৃন্দগণের সহায়তা কামনা করেন নেতৃবৃন্দরা।