ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম ও তার সহযোগীকে বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিয়েছে একটি পিকআপ ভ্যান।
রবিবার রাত পৌনে বারোটার দিকে ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের চালতাতলী এলাকার তেল কোম্পানির ছয়তলা ভবনের সামনে এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন চেয়ারম্যান জসিম ও তার সহযোগী শেখ ফরিদ। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চেয়ারম্যান জসিমের ছোট ভাই এবং সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন এই ঘটনাকে একটি পূর্ব পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন। তিনি জানান, প্রায় তিন কিলোমিটার দূর থেকে পিকআপ ভ্যানটি মোল্লার তাকিয়া নামক স্থান থেকে তাদের অনুসরণ করে আসছিল। তার অভিযোগ, জাকির হোসেন জসিমকে হত্যার উদ্দেশ্যেই একটি পক্ষ এই হামলা চালিয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে পুলিশ সূত্রে জানা যায়।