মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর বাস টার্মিনাল থেকে মোঃ রোকন উদ্দিন মিয়ার নেতৃত্বে একটি আনন্দ মিছিল ৭১ সড়ক ঘুরে আবার পৌর বাস টার্মিনালে আলোচনা শেষে সমাপ্ত করা হয়।
আলোচনা সভায়, প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির, সহকারী মহাসচিব মোঃ রোকন উদ্দিন মিয়া, বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সেবায় নিয়জিত হয়ে, আপনাদের কল্যাণে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি-নেতৃত্ব মানে ইবাদত, নেতৃত্ব মানে সেবা। আর এই সেবা মানেই মানুষের পাশে থাকা, আপনাদের কথা শোনা, বোঝা এবং কাজ করে যাওয়া। তিনি আরো বলেন আমি বাংলাদেশের উচ্চ আদালতের একজন আইনজীবী-ন্যায়ের পথে চলাই আমার ব্রত, আর একটি ন্যায্য ও মানবিক সমাজ গড়াই আমার স্বপ্ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা কলেজের ,সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক বাসার সিদ্দিকী, তিনি বলেন আমি আপনাদের দোয়া ও ভালবাসা চাই, যাতে আপনাদের পাশে থেকে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে পারি ।
আরো উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জহের গোমস্তা, শিবচর পৌরসভা বিএনপির সাবেক সভাপতি সাহাদাত হোসেন শফিক, পৌরসভা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মামুন গোমস্তা, সবুজ হাওলাদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা মেজবা গোমস্তা, সাবেক ছাত্রদল নেতা মতিউর রহমান, নীরব গোমস্তা, সুজন, বোরহান উদ্দিন খান, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী, ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।