News Link: https://www.dailylalsobujbd.com/news/39q
কানাডা সরকার বাংলাদেশ ভ্রমণ করতে ইচ্ছুক নিজেদের নাগরিকদের জন্য উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কানাডার সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশসহ পার্বত্য তিন জেলার জন্য বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সাধারণ এলাকাগুলোর জন্য ‘হলুদ সতর্কতা’ অর্থাৎ উচ্চমাত্রার সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—ভ্রমণের ক্ষেত্রে ‘হলুদ সতর্কতা’ চিহ্ন দেওয়ার মাধ্যমে কার্যত সেখানে ভ্রমণ নিষেধাজ্ঞার সমতুল্য পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে বর্তমানে সম্ভাব্য বিক্ষোভ, রাজনৈতিক সংঘাত এবং দেশজুড়ে হরতাল-অবরোধের কারণে যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। আগাম কোনো সতর্কতা না পাওয়া গেলেও আকস্মিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এলাকায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে সংঘাতের কারণে সেখানে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিকভাবে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে এই সতর্কতা নাগরিকদের সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।