News Link: https://www.dailylalsobujbd.com/news/r0
লালমনিরহাট সীমান্তে বাংলাদেশের ভেতরে ফসলের মাঠে কাজ করা এক কৃষকের ওপর গুলি চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলে জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৮-৯ সাব পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম আলতাফ হোসেন (৫৩)। তিনি ওই এলাকার বাচ্চু শেখের ছেলে।
স্থানীয়রা জানান, মাঠে কাজ করার সময় ভারতীয় নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা আলতাফকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে উদ্ধার করে রংপুর রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জানান, খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের সদস্য সামছুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, খুব কাছ থেকে বিএসএফ গুলি করেছে। বিজিবি এ নিয়ে বিএসএফর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
তবে এ নিয়ে বিজিবি রংপুর-৬১ এর তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়কের ফোনে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।