News Link: https://www.dailylalsobujbd.com/news/4F
চীনের ইয়ালুজাংবু (ইয়ালুজাংবুর বাংলাদেশ অংশের নাম ব্রহ্মপুত্র) নদের তিনটি স্টেশনের বন্যা সংক্রান্ত তথ্য-উপাত্ত বাংলাদেশকে সরবরাহ করছে বেইজিং। ঢাকা-বেইজিংয়ের মধ্যে এ সংক্রান্ত যে সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে, তার মেয়াদ চলতি বছরের জুলাইয়ে শেষ হবে। নতুন করে সহযোগিতার লক্ষ্যে এমওইউটি নবায়ন করতে চায় চীন। আর বাংলাদেশেরও এতে সম্মতি রয়েছে।
সফররত চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল গতকাল (মঙ্গলবার) ঢাকায় বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ব্রহ্মপুত্র নদের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। তবে দুদেশের আলোচনায় তিস্তা প্রকল্প নিয়ে ‘টু’ শব্দও হয়নি।
পানি সম্পদ মন্ত্রণালয় এবং যৌথ নদী কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের সঙ্গে হওয়া বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে পানি সম্পদের ব্যবস্থাপনা ও উন্নয়নে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার মূল বিষয় ছিল— ব্রহ্মপুত্র নদের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সংক্রান্ত সহযোগিতা।