News Link: https://www.dailylalsobujbd.com/news/Pa
জনতার তোপের মুখে বঙ্গভবনে প্রবেশ করতে পারেননি বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্যক্তিগত গাড়িতে বঙ্গভবনে প্রবেশের বাইরের গেটে আসেন তিনি।
গাড়িতে মাহী বি চৌধুরীকে দেখে বিক্ষুব্ধ হন উপস্থিত জনতা। তারা মাহীর গাড়ির সামনে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন। হাত দিয়ে গাড়িতে থাপড়াতে থাকেন। ১০ মিনিটের মতো তারা গাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন। দালাল দালাল স্লোগান দেন। পরে গাড়িটি বঙ্গভবনে না প্রবেশ করে গুলিস্তানের দিকে চলে যায়।
মাহী বি চৌধুরী একসময় বিএনপির এমপি ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন তিনি। এরপর দ্বাদশ নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু তার মনোনয়ন বাতিল হয়।