News Link: https://www.dailylalsobujbd.com/news/16H
প্রথম ওভারেই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সাদমানকে বোল্ড করে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন বুমরা। এবার টানা দুই বলে জাকির ও মুমিনুলকে ফেরালেন আকাশ দীপ।
৯ম ওভারের প্রথম বলে জাকিরের মিডল স্টাম্প উড়িয়ে দিয়েছেন আকাশ দীপ।
পরের বলে আবারো একই রকজমের ডেলিভারি। ব্যাট ও প্যাডের ফাঁক গলে বোল্ড! উড়ে গেল মুমিনুল হকেট স্টাম্প। টানা দুই বলে ২ উইকেট নিয়ে হ্যাটট্রিকের আশা জাগান আকাশ দীপ।
মধ্যাহ্নভোজের আগে ২২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
শান্তর সাথে ক্রিজে আছেন নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
এর আগে ভারতকে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট করে বাংলাদেশ। ৫ উইকেট নেন হাসান ও তাসকিন নেন ৩টি উইকেট।