সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের বেশিরভাগ নেতাকর্মী। তবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান মামলা থাকায় তিনি এখনও দেশে ফিরতে পারেননি।
বিএনপি’র আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন এবং তিনি আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। কায়সার বলেন, “তারেক রহমান সব মামলা আইনিভাবে মোকাবিলা করবেন।”
এছাড়া, কায়সার কামাল শনিবার প্রধান উপদেষ্টার কাছে হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাদের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে কাজ করার অভিযোগ রয়েছে। তিনি বলেছেন, বিচার বিভাগকে কোনো দলের রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করতে দেওয়া যাবে না।
তিনি আরও উল্লেখ করেন, “যেসব বিচারপতি কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করি।”
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, এবং দলের নেতাদের নিরাপত্তা ও আইনের সুষ্ঠু প্রয়োগ নিয়ে আলোচনা চলছে।