বলিউডের কিং খান শাহরুখ খান, যার ক্যারিয়ার তিন দশকের বেশি সময়ের, সম্প্রতি বলেছেন, তিনি মৃত্যু পর্যন্ত অভিনয় করতে চান। সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা গ্রহণের সময় তিনি এই অভিপ্রায় প্রকাশ করেন।
শাহরুখ বলেন, "আমি চাই, কেউ বলুক ‘অ্যাকশন!’ এবং আমি মারা যাই। তারপর তারা বলবে ‘কাট’ এবং আমি আর উঠব না। আমি চিরকাল অভিনয় করতে চাই।"
অভিনয়ের প্রতি তার দৃষ্টিভঙ্গি নিয়ে শাহরুখ বলেন, "আমি সিরিয়াস অভিনেতা নই। আমি অভিনয়ের মাধ্যমে জীবনের আনন্দ উদযাপন করি। আমি সৃষ্টি করি, শুধু সৃষ্টি করি, এবং আনন্দ ভাগ করে নিতে চাই।"
নতুন সিনেমা 'কিং'-এর প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ। ক্রাইম ঘরানার এই ছবিতে তার কন্যা সুহানা খানও অভিনয় করবেন। এটি ২০২৬ সালে মুক্তি পাবে শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে।