ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে আলোচনা না করার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। রবিবার (২০ অক্টোবর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, এ বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়নি।
শেখ হাসিনা গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর অন্তর্বর্তী সরকার গঠনের পর ঢাকা-দিল্লির সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে। দুই দেশই সম্পর্ক উন্নয়নে সচেষ্ট রয়েছে এবং কৌশলগত অবস্থান গ্রহণ করেছে।
ভার্মা বলেন, ঢাকা-দিল্লি ফরেন অফিস কনসালটেশন দ্রুত করতে চায়। তিনি আরও উল্লেখ করেন, দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক জোরদার করতে কাজ করা হচ্ছে। বৈঠকটি ছিল নিয়মিত আলোচনা, যেখানে দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে আলাপ হয়েছে।
তিনি জানান, আমরা বিশ্বাস করি, এই সম্পর্ক দুই দেশের মানুষের কল্যাণে সহায়তা করবে।