News Link: https://www.dailylalsobujbd.com/news/1ye
বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রচারের জন্য তাইওয়ান একটি মূল শক্তি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে। শনিবার (৩০ নভেম্বর) প্রশান্ত মহাসাগরীয় সফরের অংশ হিসেবে হাওয়াই রওনা হওয়ার সময় এ কথা বলেছিলেন তিনি। এ সময় তাকে সফরবিরতি নেওয়ার অনুমতি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন। তাইওয়ানের ওপর সামরিক চাপ বাড়াচ্ছে দেশটি। চলতি বছর দুই দফা যুদ্ধ মহড়া করেছে বেইজিং। প্রশান্ত মহাসাগরীয় সফরের সময় লাইয়ের মার্কিন অঞ্চল হাওয়াই ও গুয়ামে যাত্রাবিরতি করার কথা রয়েছে।
নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে এই সফরকে কেন্দ্র করে আরও মহড়া চালাতে পারে বেইজিং। তাইপেইয়ের বাইরে তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লাই বলেছেন, ‘এই ভ্রমণ প্রক্রিয়ায় সহায়তার জন্য নিরাপত্তা, মর্যাদা, আরাম ও সুবিধার নীতিগুলোকে সমর্থন করায় মার্কিন সরকারকে ধন্যবাদ।’ মার্শাল দ্বীপপুঞ্জ, টুভালু ও পালাউতে যাওয়ার আগে লাই প্রথম দুই রাত হাওয়াইতে অবস্থান করেছিলেন। এই তিন দেশ সেই ১২টি দেশের তিনটি যারা তাইপেইয়ের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। তাইওয়ানের প্রেসিডেন্টরা প্রায়ই বন্ধুত্বপূর্ণ মার্কিন রাজনীতিবিদদের সঙ্গে দেখা করতে এবং বক্তৃতা দিতে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি ব্যবহার করে থাকেন। এই ধরনের যাত্রাবিরতি সাধারণত প্রশান্ত মহাসাগরীয়, ল্যাটিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চলে সুদূরপ্রসারী মিত্রদের সফরের সময় নেওয়া হয়।
লাই বলেন, ‘এই সফরটি মূল্যভিত্তিক কূটনীতির একটি নতুন যুগের সূচনা। গণতন্ত্র, সমৃদ্ধি ও শান্তি তাইওয়ানের জনগণের প্রত্যাশা এবং এগুলোও সেই মূল্যবোধ যা প্রেসিডেন্ট হিসেবে আমাকে সক্রিয়ভাবে প্রচার করতে হবে।’ লাই বলেন, ‘আমি গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির মূল্যবোধের ভিত্তিতে মিত্র ও বন্ধুদের সঙ্গে সহযোগিতার সম্প্রসারণ অব্যাহত রাখব এবং আমাদের অংশীদারিত্বকে আরও গভীর করব, যাতে বিশ্ব দেখতে পায় যে, তাইওয়ান কেবল গণতন্ত্রের একটি মডেল নয় বরং একটি মূল শক্তিও—বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রচারে।’ হাওয়াই ও গুয়ামে যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি রয়েছে। লাই এর প্রস্থানের কয়েক ঘণ্টা আগে তাইওয়ানের জন্য আনুমানিক ৩৮৫ মিলিয়ন ডলারের একটি নতুন অস্ত্র বিক্রির প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে এফ-১৬ যুদ্ধবিমান ও রাডারের খুচরা যন্ত্রাংশ রয়েছে। এদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘সর্বোচ্চ সতর্কতা’ অনুশীলন করার আহ্বান জানিয়েছে চীন।