News Link: https://www.dailylalsobujbd.com/news/1Fe
আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। পুরো দমে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত তিনি। সঙ্গে যোগ দিয়েছে সিনেমার টিম। সিনেমাটি প্রচার উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে টিএসসিতে যান এই অভিনেত্রী।
সেখানে নিজ হাতে বিভিন্ন দেয়ালে পোস্টার লাগান। তবে দেয়ালে পোস্টার লাগাতে গিয়ে বিতর্কিত ঘটনা ঘটে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাচে ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগান এই অভিনেত্রী। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন। পরবর্তীতে সন্ধ্যায় টিএসসিতে হাজির হয়ে সশরীরে উপস্থিত থেকেই ডাচের দেয়ালে গ্রাফিতির ওপর সাঁটানো সিনেমার পোস্টার তুলে ফেলেন তিনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চান এই অভিনেত্রী।
তিনি তার ফেসবুক পেজে সন্ধ্যায় লেখেন, ‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ (১৮ ডিসেম্বর) টিএসসিতে গিয়েছিলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড় ও অনিবার্যকারণবশত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়।
ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনায় একটি পোস্টার শহীদ তনুর গ্রাফিতির ওপরে লাগানো হয়ে যায়। আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনো চলমান। পোস্টারিংসংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছি।’
তিনি আরো লেখেন, ‘আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই।
এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থাপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সব সহযোগিতার জন্য।’