News Link: https://www.dailylalsobujbd.com/news/1YG
চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে পণ্য চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চুরির ভিডিও দেখে এ পর্যন্ত তিনজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার রাতে চিকন আলী (২৮) নামে ওই যুবককে গ্রেফতার করেছে বন্দরের নিরাপত্তা বিভাগ।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, গত রোববার রাতে কয়েকজন ‘চোর’ বন্দরের এবি ইয়ার্ডে প্রবেশ করে। তারা সেখান থেকে এক বস্তা স্ক্র্যাপ মালামাল নিয়ে ইয়ার্ডের বাইরে রাস্তায় ফেলে। তাদের সহযোগীরা সেটা দ্রুততার সঙ্গে সরিয়ে নেয়। বিষয়টি জানতে পেরে বন্দরের নিরাপত্তা বিভাগের সদস্যরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোমবার দুপুরে দুজনকে গ্রেফতার করে। এরা হলো- মইন ওরফে আঙ্গুলকাটা মইন (৪১) ও আক্তার মিয়া (৪২)।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চিকন আলীকে গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে সচিব জানিয়েছেন।
রোববার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বন্দরের সুউচ্চ নিরাপত্তা বেষ্টনির পাশে ওয়াচ টাওয়ার থেকে একটি বস্তা ছুঁড়ে ফেলছে একজন। বাইরে ফ্লাইওভারের নিচের ডিভাইডারে দাঁড়িয়ে সে বস্তা নিচ্ছে আরেকজন। এমন দৃশ্য সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
বন্দর সচিব জানান, ঘটনার পরই তদন্তে নামে বন্দরের নিরাপত্তা বিভাগ। মালামাল চুরির সঙ্গে জড়িত পাঁচজনের একটি চক্র শনাক্ত করা হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দুজনসহ মোট তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন নিরাপত্তা বিভাগের সদস্যরা। এ ছাড়া ঘটনার সঙ্গে বন্দরের অভ্যন্তরের কেউ যুক্ত আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।