News Link: https://www.dailylalsobujbd.com/news/2iM
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম আরো একটি উৎসব দোলযাত্রা। এ উপলক্ষে নানা রঙে রঙিন হয়ে উঠেছিল ঠাকুরগাঁওয়ের আশ্রমপাড়া, গোবিন্দ জিউ সহ কয়েকটি মন্দির। উৎসবে অংশ নিয়ে উল্লাসে মেতে উঠেন তরুণ-তরুণীরা।
শনিবার সকালে পূজা অর্চনা শেষে দিনব্যাপী পালন করা হয় রঙিন এই উৎসব। শিশু থেকে বয়স্ক সবাই সকাল থেকেই মেতেছে রং খেলায় আরিবের রঙে রঙিন হয়ে ওঠে মন্দিরের চারপাশ।
আয়োজক কমিটির জানান দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও এই দোলযাত্রা উপলক্ষে নানা আয়োজন করেছেন তার। উৎসব উপলক্ষে সেখানে সব ধর্মের লোকেরাই অংশগ্রহণ করে থাকেন। সবাইকে নিয়েই এই দিনটি এক সঙ্গে আনন্দের মধ্যে পালন করেছেন।
উৎসবে অংশ নিয়ে উল্লাস করা তরুণ-তরুণীরা বলেন এই দিনটির জন্য তারা অপেক্ষা করে থাকেন তবে এবারও আয়োজনের কোন কমতি ছিল না। এখানে সকলে মিলে এই উৎসবটি পালন করছেন। অন্য ধর্মের মানুষেরাও এখানে অংশগ্রহণ করেছে যেন একটি মিলন মেলায় পরিণত হয়েছে মন্দির প্রাঙ্গণ।