News Link: https://www.dailylalsobujbd.com/news/2vp
আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় প্রথমবারের মতো ঝটিকা মিছিল করেছে দলটির নেতা–কর্মীরা। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে খুলনা নগরের জিরো পয়েন্ট এলাকায় ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, মিছিলে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ছিল। ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’—এমন নানা স্লোগান দেন মিছিলকারীরা।
তবে জেলা আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মুখ খুলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের একজন নেতা গণমাধ্যমকে জানান, "উপরে থেকে নির্দেশ ছিল—মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। তাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত নেতা–কর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।"
জিরো পয়েন্ট এলাকা খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার অন্তর্গত। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার জানান, “হঠাৎ গাড়ি থেকে নেমে দ্রুত মিছিল করে পালিয়ে যান তারা। রাস্তা তখন ফাঁকা থাকায় ব্যাপারটা দ্রুত ঘটে যায়। পুলিশ মিছিলকারীদের শনাক্ত ও আটক করতে তৎপর রয়েছে।”