ঢাকা
খ্রিস্টাব্দ

যেন বালুর নিচে চিনির খনি!

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1778916 জন

  • নিউজটি দেখেছেনঃ 1778916 জন
যেন বালুর নিচে চিনির খনি!
ছবি : সংগৃহীত

সিলেট নগরের সবচেয়ে বড় পাইকারি আড়ত কালিঘাট থেকে চিনি বোঝাই ট্রাক আটক করেছে পুলিশ। ট্রাকে চিনির বস্তা বোঝাই করে ওপরে বালু দিয়ে চাপা দিয়ে রেখেছিল চোরাকারবারিরা। পুলিশের চোখ ফাঁকি দিতে না পারায় জব্দ হয়েছে ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চালান। বৃহস্পতিবার কালিঘাট শাহচট্ট রোডের বাণিজ্য ভবনের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।


সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি ড্রাম ট্রাকের ভিতর চিনির বস্তা রেখে চোরাকারবারিরা ওপরে বালু চাপা দেয়। এরপর ত্রিপল দিয়ে ট্রাকটি ঢেকে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের ভিতর থেকে ৮৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। জব্দ চিনির বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন-চারজন চোরাকারবারি পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন