ঢাকা
খ্রিস্টাব্দ

কারাবন্দি সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ আর নেই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১.২০ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১.২৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 21730 জন

  • নিউজটি দেখেছেনঃ 21730 জন
কারাবন্দি সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ আর নেই
-- সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ন।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ন (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাবেক এই মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবার মৃত্যর খবর নিশ্চিত করেছেন নূরুল মজিদ মাহমুদ হুমায়নের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি। নিজের ভেরিফায়েড আইডি থেকে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন।’

কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ২৭ সেপ্টেম্বর বিকেলের দিকে নূরুল মজিদ মাহমুদ হুমায়নকে ঢামেকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

গত বছরের ২৪ সেপ্টেম্বর রাতে সাবেক শিল্পমন্ত্রীকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি।

উল্লেখ্য, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার বাংলাদেশের শিল্পমন্ত্রী হন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১.২০ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১.২৫ অপরাহ্ন