ঢাকা
খ্রিস্টাব্দ

ছুটির দিনেও উৎপাদনে আশুলিয়ার ১৪০০ কারখানা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1785787 জন

  • নিউজটি দেখেছেনঃ 1785787 জন
ছুটির দিনেও উৎপাদনে আশুলিয়ার ১৪০০ কারখানা
ছবি : সংগৃহীত

ছুটির দিনেও সাভারের আশুলিয়ায় ১৪০০ কারখানায় কাজ চলছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তবে একটি কারখানার শ্রমিকরা আজ সোমবারও কর্মবিরতি পালন করছেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খরব পাওয়া যায়নি।


 

সোমবার সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, শ্রমিক অসন্তোষের কারণে টানা কয়েকদিন আশুলিয়ায় কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এক হাজার ৮৩৬টি কারখানার মধ্যে এক হাজার ৪০০ কারখানায় শ্রমিকরা আজ ছুটির দিনেও কাজ করছেন। তবে রেডিয়েন্ট নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে এসেও কারখানা কর্তৃপক্ষের লোকজন না আসায় তারা কর্মবিরতি পালন করছেন।



তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। 

দাবি আদায়ে আশুলিয়ায় টানা ১৫ ‍দিনের বেশি সময় ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) কয়েক দফায় কারখানার মালিক, শ্রমিক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বৈঠক ও শ্রমিক সমাবেশ করেছে। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সেখানকার পরিস্থিতি খানিকটা উন্নতি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ