ঢাকা
খ্রিস্টাব্দ

মাজারে হামলাকারীদের গ্রেপ্তার দাবি মাইজভাণ্ডারীর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1781739 জন

  • নিউজটি দেখেছেনঃ 1781739 জন
মাজারে হামলাকারীদের গ্রেপ্তার দাবি মাইজভাণ্ডারীর
ছবি : সংগৃহীত

দেশের মাজারগুলোয় যারা হামলা করেছে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী।


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান থেকে তিনি এ দাবি করেন।


সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে মাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী।

এক বিবৃতিতে তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দাবি জানাচ্ছি, বিভিন্ন মাজার ও সুফি নিদর্শনে ভাংচুরে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।


ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাজার ও সুফি সাধকদের মাজারে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর প্রতি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এজন্য আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


এর আগে সকালে মাইজভান্ডার শরীফের পক্ষ থেকে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন