ঢাকা
খ্রিস্টাব্দ

‘একটা ছেলে ছিল না যে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার বিরুদ্ধে স্বর তোলে?’

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1767246 জন

  • নিউজটি দেখেছেনঃ 1767246 জন
‘একটা ছেলে ছিল না যে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার বিরুদ্ধে স্বর তোলে?’
ছবি : সংগৃহীত

গুণী গীতিকবি প্রিন্স মাহমুদ। পুরো ছাত্র আন্দোলনজুড়ে ছাত্রদের পক্ষে সরব ছিলেন তিনি। নেমেছিলেন রাস্তাতেও। এখন সরব হয়েছেন মব জাস্টিসের বিরুদ্ধে।



যেমন গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে মারা যান তোফাজ্জল নামের একজন তরুণ। তার হত্যার বিরুদ্ধে সরব হয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ। এবার তাকে নিয়ে কথা বললেন এই শিল্পী। তিনি আজ দুপুরে ফেসবুকে লেখেন, ‘একটা ছেলে ছিল না যে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার বিরুদ্ধে স্বর তোলে? একটাও না? একি নৃশংসতা? এরা কি মানুষ না অন্য কিছু? এই নৃশংসতা কোনোভাবেই বরদাশত করা যায় না।


এই দৃশ্য দেখা যায়? কারা করছে বা করাচ্ছে? কী উদেশ্য? সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সকল প্রকার উচ্ছৃঙ্খল গণবিচার, মব রুল বা মবোক্রেসি যে নামেই বলুন আজ থেকে, এখনই বন্ধ হোক। স্পষ্ট এবং কঠোর বার্তা দেওয়া হোক বিচারবহির্ভূত একটাও হত্যাকাণ্ড হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এটাই শেষ কথা…।



তার পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন। অনেকেই জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের বিচার তারাও চান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ