ঢাকা
খ্রিস্টাব্দ

তিন দিন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1764448 জন

  • নিউজটি দেখেছেনঃ 1764448 জন
তিন দিন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন
ছবি : সংগৃহীত

পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক (ডিসি) মো. মোশারফ হোসেন খান এই সিদ্ধান্তের বিষয়টি জানান।



ডিসি বলেন, ‘বর্তমানে পার্বত্য জেলার পরিস্থিতি অনুযায়ী যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে পর্যটক ভ্রমণে কোনও নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না।’

Rangamati Sajak Pic  (2)

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। যা পরবর্তী সময়ে খাগড়াছড়ির অন্যান্য এলাকা ও রাঙামাটিতে ছড়িয়ে পড়ে। এতে চার জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। দীঘিনালার এই সড়ক ধরে খাগড়াছড়ি থেকে সাজেকে যেতে হয়।



শনিবার থেকে ৭২ ঘণ্টার অবরোধের কারণে আটকে পড়েন দেড় হাজার পর্যটক। এ সময় যান চলাচল বন্ধ থাকায় এবং বিদ্যুৎ সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাজেকে বিদ্যুৎ, পানি ও খাদ্যসংকটে পড়ে নপর্যটকরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ