সময়ের সাথে সাথে জমে উঠেছে স্প্যানিশ ফুটবল লীগ "লা লীগা"। সচরাচর বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের একচ্ছত্র আধিপত্য থাকলেও এবার তাদের সাথে টেক্কা দিয়ে এগুচ্ছে মাদ্রিদের আরেক ক্লাব। কাগজে কলমে বার্সেলোনার হাত থেকে লীগের প্রথম স্থান ছুটেছে অনেক আগেই সে হিসাবে এখন রিয়াল মাদ্রিদের পথের কাটা এখন তাদেরই শহরের আরেকটি ক্লাব "এতলেটিকো দে মাদ্রিদ"।
আর্জেন্টাইন কোচ দিয়াগো সিমিওনের অধীনে এতলেটিকো শিরোপা জিতেছে দুইবার। এবারও তাদের হাতে সুযোগ আছে দলকে লা লীগা চ্যাম্পিয়ন বানানোর। শেষ ম্যাচে পয়েন্টস টেবিলের ৪ নাম্বারে থাকা সেভিয়াকে ৪-৩ গোলে হারিয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিলো দিয়াগো সিমিওনের দল। ম্যাচের ১০ মিনিটে লিড নিলেও ২ মিনিটের মাঝে লিড হারায় এতলেটিকো। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ৩-৩ গোলের সমতায় থাকলেও অতিরিক্ত ৪ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করে স্যামুয়েল লিনো। এ নিয়ে রিয়াল মাদ্রিদের সমান ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে লীগের তিন নাম্বারে অবস্থান করছে দিয়াগো সিমিওনের দল। উভয় দলই বার্সেলোনার চেয়েও এক ম্যাচ করে কম খেলেছে। এক্ষেত্রে রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। ড্র কিংবা হার আসলেই এতলেটিকোর সামনে থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে যাবার সুযোগ।
শেষ পাঁচ ম্যাচের সবকটিতে জয় নিয়ে দারুণ ছন্দে আছে এতলেটিকো মাদ্রিদ। এদিক থেকে বলা যায় রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার সাথে এবারের শিরোপার অন্যতম দাবিদার এতলেটিকো দে মাদ্রিদ। মাদ্রিদের পথের কাটা হিসেবে এখন আরেক মাদ্রিদ হিসেবেই জমেছে লা লীগা।