ঢাকা
খ্রিস্টাব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে মার্চে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
পাবনা
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০.৫১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০.৫১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1309079 জন

  • নিউজটি দেখেছেনঃ 1309079 জন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে মার্চে
ছবি : সংগৃহীত

নিরাপত্তার আন্তর্জাতিক সব শর্ত পূরণ করেই নির্মাণ হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলে এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে ২০২৫ সালের মার্চে প্রথম ইউনিটে পরমাণু বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার।


শুক্রবার (১৩ ডিসেম্বর) পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। 


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলের সঙ্গে রূপপুর প্রকল্প ঘুরে নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা।


যত তাড়াতাড়ি সম্ভব এর ইতিবাচক প্রভাব দেশের কাজে লাগানোর আশ্বাস দিয়ে তিনি বলেন, পরমাণু নিরাপত্তার সর্বাধুনিক পদ্ধতি মেনেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। 

প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিকে স্বাভাবিক মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, বড় প্রকল্প হিসেবে যেটুকু মেয়াদ বেড়েছে তা খুব বেশী নয়, সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে।


বিগত সরকার পনেরো বছরে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করেছে মন্তব্য করে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন উপদেষ্টা।


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, পাবনা জেলা প্রশাসক মফিজুল হক, পুলিশ সুপার মোর্তজা আলীসহ সব সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
পাবনা
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০.৫১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০.৫১ অপরাহ্ন