ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ৩৪ যানবাহন পুঁড়ে ছাঁই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ৬.২৭ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ৬.২৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1319351 জন

  • নিউজটি দেখেছেনঃ 1319351 জন
চট্টগ্রামে ৩৪ যানবাহন পুঁড়ে ছাঁই

চট্টগ্রামে গ্যারেজে সৃষ্ট আগুনে পুড়েছে অটোরিকশা ও মোটরসাইকেল সহ ৩৪টি যানবাহন। পুড়ে গেছে পাশে থাকা একটি মুদির দোকানও। শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে  কর্ণফুলীর চরপাথরঘাটার ১ নম্বর ওয়ার্ড নুর নবী চেয়ারম্যান বাড়ি এলাকার নুরুল আমিনের গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।


কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন জানান, ভোর রাতে গ্যারেজে আগুনের খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই গ্যারেজে থাকা সব যানবাহন পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে বলে তিনি জানান। 


স্থানীয় লোকজনের দাবি, নির্দিষ্ট সময়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেননি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই গ্যারেজের সব যানবাহন পুড়ে গেছে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ৬.২৭ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ৬.২৭ অপরাহ্ন