ঢাকা
খ্রিস্টাব্দ

গাইবান্ধায় ‘আমার ঠিকানা বাংলাদেশ’ ও গণ উন্নয়ন কেন্দ্রের সৌজন্য সাক্ষাৎ

উন্নয়নমূলক আলোচনা অনুষ্ঠিত
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ | সাদুল্লাপুর (সংবাদদাতা)
গাইবান্ধা
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০.২৬ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০.২৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1272435 জন

  • নিউজটি দেখেছেনঃ 1272435 জন
গাইবান্ধায় ‘আমার ঠিকানা বাংলাদেশ’ ও গণ উন্নয়ন কেন্দ্রের সৌজন্য সাক্ষাৎ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

গাইবান্ধা জেলার গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘আমার ঠিকানা বাংলাদেশ’ সংস্থার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মাসুম পারভেজ। আজ দুপুরে  গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে তারা গাইবান্ধা জেলার অনগ্রসর জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা করেন। বিশেষ করে শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে উভয় পক্ষ গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।


এসময় আমার ঠিকানা বাংলাদেশ’ সংস্থার চেয়ারম্যান  এবং সিইও মাসুম পারভেজ বলেন, “আমাদের লক্ষ্য হলো অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। গণ উন্নয়ন কেন্দ্র দীর্ঘদিন ধরে যে ভূমিকা পালন করে আসছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা তাদের সঙ্গে সহযোগিতা করে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে চাই।”


গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম ‘আমার ঠিকানা বাংলাদেশ’ সংস্থার বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, “উন্নয়ন কাজের ক্ষেত্রে সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব অপরিসীম। আমরা একসঙ্গে কাজ করলে গাইবান্ধার অনগ্রসর জনগোষ্ঠী আরও দ্রুত উন্নত জীবনের দিকে এগিয়ে যাবে।”


উল্লেখ্য, ‘আমার ঠিকানা বাংলাদেশ’ এবং গণ উন্নয়ন কেন্দ্র উভয়ই দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছে। এই সাক্ষাৎ উভয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।


গাইবান্ধা জেলার উন্নয়নে এমন উদ্যোগ ভবিষ্যতে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ | সাদুল্লাপুর (সংবাদদাতা)
গাইবান্ধা
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০.২৬ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০.২৬ অপরাহ্ন