ঢাকা
খ্রিস্টাব্দ

এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১২.০৩ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১২.০৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1282167 জন

  • নিউজটি দেখেছেনঃ 1282167 জন
এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই
ছবি : সংগৃহীত

এশীয় অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজারবাইজানের বাকুতে ভার্চুয়ালি অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিকা)-এর ৭ম মন্ত্রিপরিষদের সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।


এ সময় সিকা’র সদস্য দেশগুলোর মধ্যে অধিকতর সহযোগিতার আহ্বানও জানান পররাষ্ট্র উপদেষ্টা।তিনি তার বক্তব্যে যুদ্ধ, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগকে মানব সভ্যতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অর্থপূর্ণ উপায় খুঁজে বের করা এবং এশীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সম্মিলিত নিরাপত্তা বজায় রাখতে সংহতির ভিত্তিতে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় অর্থনৈতিক, পরিবেশ এবং মানবীয় ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মাঝে আত্মবিশ্বাস তৈরির বিষয়ে সিকা-কে একটি কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা ভবিষ্যতে এ ফোরামের মাধ্যমে নতুন নতুন অংশীদারত্ব তৈরির আশাবাদ ব্যক্ত করেন। সদস্য রাষ্ট্র হিসেবে বিশেষ করে তথ্যপ্রযুক্তি, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কো-চেয়ারের ভূমিকায় বাংলাদেশ আগামী দিনগুলোতে সিকা-য় বিশেষ অবদান রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


উল্লেখ্য, এশিয়া অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নয়নের লক্ষ্যে ১৯৯২ সালে বহুজাতীয় ফোরাম-সিকা প্রতিষ্ঠিত হয়। যার বর্তমান সদস্য সংখ্যা ২৮। বাংলাদেশ ২০১৪ সালে সিকার সদস্যপদ লাভ করে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১২.০৩ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১২.০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ