ঢাকা
খ্রিস্টাব্দ

চাঁদাবাজদের হালনাগাদ তালিকা তৈরি, শীগ্রই গ্রেপ্তার অভিযান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ২.৫৭ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ২.৫৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1272735 জন

  • নিউজটি দেখেছেনঃ 1272735 জন
চাঁদাবাজদের হালনাগাদ তালিকা তৈরি, শীগ্রই গ্রেপ্তার অভিযান
ছবি- ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেছেন, চাঁদাবাজদের একটি হালনাগাদ তালিকা তৈরি করা হয়েছে এবং শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। শনিবার দুপুরে কাকরাইল পুলিশ–ছাত্র–জনতা ও রমনা মডেল থানার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।


চাঁদাবাজি নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান: ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজি মোকাবিলায় শুধু পুলিশ নয়, সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরো জানান, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, যা নাগরিকদের জন্য সমস্যার সৃষ্টি করছে।


সম্প্রতি সংঘর্ষে প্রাণহানি: দায়ী কারা? এক মাসে আইনশৃঙ্খলাসংক্রান্ত নানা সমস্যা দেখেছেন জানিয়ে কমিশনার বলেন, মতবিরোধ থাকলেও সংঘর্ষে জড়ানোর কোনো কারণ নেই। সম্প্রতি তাবলীগ জামায়াতের সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। তিনি প্রশ্ন করেন, এর দায়িত্ব কে নেবে?


যানজট ও অটোরিকশার সমস্যা: নতুন পদক্ষেপের প্রয়োজন: শহরের যানজট নিয়ে ডিএমপি কমিশনার বলেন, যত্রতত্র মিছিলের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে, যা নাগরিকদের জন্য দুর্ভোগের কারণ। তিনি অটোরিকশাগুলোকেও যানজটের জন্য দায়ী করে তাদের নিয়ন্ত্রণে আনার পরামর্শ দেন।


মোবাইল ছিনতাই বেড়ে গেছে: সতর্কতা জারি : মোবাইল ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। এজন্য রাস্তায় ফোন ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।


মাদক নিয়ন্ত্রণ: পুলিশের একার পক্ষে সম্ভব নয় : তিনি বলেন, মাদক সমস্যা বৃদ্ধি পাওয়ায় ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। এই সমস্যা সমাধানে পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়, সমাজের সবাইকে একযোগে আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ২.৫৭ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ২.৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ