ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে রেললাইনের পাশে মিলল যুবকের অর্ধগলিত লাশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১.৩৯ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১.৩৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1270364 জন

  • নিউজটি দেখেছেনঃ 1270364 জন
চট্টগ্রামে রেললাইনের পাশে মিলল যুবকের অর্ধগলিত লাশ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন রেললাইনের পাশ থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় শনাক্ত না হলেও পুলিশ বলছে, লাশটি তিন থেকে চারদিন আগের। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলোনির ১৯ নম্বর পরিত্যক্ত ভবন সংলগ্ন রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।


ঘটনাস্থলে যাওয়া খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল বলেন, আমরা দুপুর ১২টার দিকে খবর পেয়ে এসে লাশটি উদ্ধার করেছি। তার আনুমানিক বয়স ২৮ বছর। এটি সম্ভবত তিন থেকে চারদিন আগের। মুখমণ্ডল বিকৃত হয়ে অর্ধগলিত অবস্থায় রয়েছে।


স্থানীয়দের বরাতে তিনি আরো বলেন, এখানে পাশেই রেললাইন রয়েছে। আর রেললাইনের অদূরে একটি ১৯ নম্বর পরিত্যক্ত ভবন রয়েছে। সেখানেই এই যুবকসহ কয়েকজন থাকতো। নেশা করে তারা রাতে রেললাইনে ঘুমায় আবার সকালে চলে যায়। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১.৩৯ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১.৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ