ঢাকা
খ্রিস্টাব্দ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১.৪৭ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১.৪৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1237715 জন

  • নিউজটি দেখেছেনঃ 1237715 জন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
ছবি : সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে শেষ নিংশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত্যুকালে বর্ষীয়ান এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৯২ বছর।



বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় মনমোহন সিংকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালের (এইমস) জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানেই রাত ৯টা ৫১ মিনিটে তার মৃত‍্যু হয়। ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাবের গাহ্-তে শিখ পরিবারে জন্ম মনমোহনের। যা বর্তমানে পাকিস্তানের অংশ।  দেশভাগের পর ভারতের অমৃতসরে চলে আসে মনমোহনের পরিবার।



মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন। পরে তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।


চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। 

গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১.৪৭ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১.৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ