ঢাকা
খ্রিস্টাব্দ

লংগদুতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | লংগদু প্রতিনিধি
রাঙ্গামাটি
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০.৩০ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০.৩০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1226201 জন

  • নিউজটি দেখেছেনঃ 1226201 জন
লংগদুতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের লংগদু উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে সমাবেশে মিলিত হয়।


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লংগদু উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সাংসদ মোঃ ইসহাক। 


প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙ্গামাটি জেলা উপদেষ্টা এবিএম তোফায়েল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ আব্দুস সালাম, লংগদু উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ নাছির উদ্দীন ও শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান।


এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার জামে মসজিদের সম্মানিত খতীব মাওলানা আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের লংগদু উপজেলা সভাপতি মোঃ শাহেদ আলম ইমন সহ প্রমূখ।


বাক্তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার শ্রমিকদের অধিকার হরণ প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করেছে, যার ফলে জুলাই বিপ্লবের মাধ্যমে ভারতে পালিয়ে যেতে হয়েছে। জুলুমকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। বিগত সতেরো বছর শ্রমিকদের কোন কিছু দেযনি, বরং তাদের আন্দোলনকে প্রতিহত করতে ব্যস্ত ছিল। বাংলাদেশের মানুষের অধিকাংশই শ্রমজীবি, তাই এই শ্রমজীবি মানুষগুলোর শ্রমের মর্যাদা আদায়ে বাংলাদেশ ম্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে, শত বাঁধা অপেক্ষা করে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


বক্তারা আরও বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ এখন স্বপ্ন দেখছে ইসলামী দলগুলোকে নিয়ে । তারা চায় দেশের আগামী দিনের নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যারা শ্রমিকদে অধিকার নিয়ে কথা বলবে, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবে। আর তাই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে, দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হলে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রত্যেক নেতা কর্মীকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে উপজেলার সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে আহবান জানান বক্তারা।


সম্মেলনে আগামী ২০২৫-২০২৬ সেশনের *দুই বছরের জন্য মোঃ মঞ্জুরুল হককে সভাপতি, খন্দকার মোঃ মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক ও মোঃ হায়দার আলীকে সাংগঠনিক সম্পাদক করে একটি ৩০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি ঘোষণা করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | লংগদু প্রতিনিধি
রাঙ্গামাটি
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০.৩০ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০.৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ